
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন: রেল কর্তৃপক্ষের সাময়িক আশ্বাসের পর বন্ধ রাখা হল সিঙ্গুরবাসীর প্রতিবাদ আন্দোলন। পূর্ব রেলের ডিআরএম জানিয়েছেন, ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার সকালে আন্দোলনের জেরে আটকে যায় সিঙ্গুর আন্দোলন লোকাল। বিক্ষোভের জেরে তারকেশ্বরের দিকে রওনা দিতে পারেনি ট্রেনটি। বাধ্য হয়ে সিঙ্গুর থেকেই ঘুরে আবার হাওড়া ফিরে যেতে হয় ট্রেনটিকে। তবে এদিন কোনও প্রতিবাদ বিক্ষোভ ছিল না। রেল কর্তৃপক্ষের আশ্বাসের স্বাভাবিক হয় পরিষেবা। বৃহস্পতিবার পূর্ব রেলের ঘোষিত সময়সূচী অনুযায়ী, আপ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের দিকে। ট্রেনটিকে আটকে বছরের প্রথম দিনেই বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের অসংখ্য মানুষ।
এদিন সিঙ্গুর স্টেশন চত্বরে ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। তবে কোনও প্রকার বাধা ছাড়াই ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, ‘আমরা ডিআরএমকে স্মারকলিপি দিয়েছি। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই আশ্বাসেই আপাতত আমরা আন্দোলন স্থগিত রেখেছি। রেলের পরবর্তী পদক্ষেপ দেখার পর আমরা পুনরায় সিদ্ধান্ত নেব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে’। সিঙ্গুর রেল স্টেশনে নিত্যদিন বহু যাত্রীর ভিড় হয়। সেই কারণে সিঙ্গুর থেকে এই ট্রেনটা চালানো খুব জরুরি। সেই কথা ভেবেই তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই ট্রেন চালু করেছিলেন। বেচারাম মান্নার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধির আর সিঙ্গুরের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এই ট্রেন তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও